সারসংক্ষেপঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর পথের পাঁচালী উপন্যাসে লোকসংস্কৃতিকে বাস্তব অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করেছেন। ফলে তা উপন্যাসের শিল্পমানকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। প্রধান-অপ্রধান চরিত্রের নানা মাত্রিক বৈশিষ্ট্য তুলে ধরতে লোকসংস্কৃতি ব্যবহৃত হয়েছে। লোকছড়ার মাধ্যমে কখনো অসহায়ত্ব, কখনো লোক বিশ্বাস, কখনো আনন্দ ব্যক্ত হয়েছে। রূপকথা, কিংবদন্তী, ছড়া, মন্ত্র, ব্রত কথা, অলৌকিক ভৌতিক কাহিনি কোনোটিই বাদ যায়নি এ উপন্যাসে। সমালোচকদের আলোচনায় এ উপন্যাসের নানা দিক প্রতিফলিত হলেও লোকসংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়নি। বর্তমান নিবন্ধে পথের পাঁচালী উপন্যাসে লোকসংস্কৃতির নানা উপাদান আলোচনার সূত্রে সমাজ বাস্তবতা তুলে ধরার পাশাপাশি লোকজ বিশ্বাস এবং রীতি-নীতি সম্পর্কে আলোকপাত করার প্রচেষ্টা নেয়া হয়েছে।
মূলশব্দঃ পথের পাঁচালী, লোকসংস্কৃতি, লোকজ বিশ্বাস